সিরাজগঞ্জে বালি ভর্তি ট্রাক চাপায় ফয়সাল (৬) নামের এক শিশু ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে একটার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পূর্বপাড়া গ্রামের কাঁচা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফয়সাল ওই গ্রামের আব্দুল আলীমের ছেলে ও কালিয়া আব্দুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম জানান, বাড়ির কাছে শিশু ফয়সাল কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় যমুনার চর থকে বালি বহনকারী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ