প্রাণিসম্পদ অধিদপ্তরের এআই অ্যান্ড ইটি প্রকল্পে এআই পদ সৃষ্টি ও স্থায়ী নিয়োগসহ চার দফা দাবিতে দিনাজপুরে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি। শনিবার দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
সারা দেশে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় গো-সম্পদ উন্নয়নসহ প্রজনন কাজে নিয়োজিত ৩ হাজার ৬০০ কর্মীকে স্থায়ী নিয়োগ দিতে এআই পদ সৃষ্টিসহ অন্যান্য দাবিতে এ কর্মসূচি পালন করেন সমিতির সদস্যরা।
একই দাবিতে দাবিতে আগামী ৩০ জানুয়ারি বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং ১ মে থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচির ডাক দিয়েছেন প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ