লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়েছে কলেজ ছাত্রলীগ কর্মীরা। এসময় জেলার সিনিয়র রোভার মেট মো. হাসানসহ ৩ প্রশিক্ষণার্থী আহত হয়েছেন।
শনিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালে তুচছ বিষয়কে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাকিব ও আজিজুল জানান, বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিন ছিল আজ শনিবার। এর অংশ বিশেষ অজানা উদ্দেশ্যে ভ্রমণ (হাইকিং) শেষে কলেজ মাঠে উপস্থিত হন তারা। এসময় কলেজ মাঠে এ অনুষ্ঠান নিয়ে বাক বিতন্ডার একপর্যায়ে পিয়াস ও বাঁধনের নেতৃত্বে ১৫/১৬ জনের ছাত্রলীগ কর্মী প্রশিক্ষণার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ