মাদারীপুরের ডাসার থানার উত্তর ধুয়াসার গ্রামে আজ সকালে মোবাইলে কথা বলতে বলতে কহিনুর আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করছে বলে অভিযোগ উঠেছে। নিহত কিশোরী ডাসার থানার উত্তর ধুয়াসার গ্রামের খবির উদ্দিন আকনের মেয়ে। সে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর ধুয়াসার গ্রামের খবির উদ্দিন আকনের কলেজ পড়ুয়া মেয়ে কহিনুর আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। কহিনুরের দাদী হালিমন বেগম বলেন, সকালে মোবাইলে কথা বলছিল কহিনুর। আমি ঘরে এসে দেখি কহিনুরের লাশ ঝুলছে। এ সময় তার কানে ইয়ারফোন ও সাথে মোবাইল ছিল। ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রন্ত কারণেই এ ঘটনা ঘটে।
ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার সময় তার সাথে মোবাইল ফোন ছিলো। আমরা আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার