নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি সড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের সমিতি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি আনোয়ার হোসেন আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব