কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারের চাপায় সানাউল্যাহ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানাউল্যাহ উপজেলার আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি গ্রামের মাওলানা সামছুল হকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সানাউল্যাহ মোটরসাইকেল নিয়ে ফেনী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে লাটিমী এলাকায় একটি প্রাইভেটকার চাপায় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব