লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হায়দরগঞ্জের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে ৫ দিনব্যাপী ৫২তম ইছালে ছাওয়াব মাহফিল শুরু হবে মঙ্গলবার বিকেল থেকে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এ মাহফিলে অংশ নেবেন। ১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হবে।
চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল আল্লামা হযরত মাওলানা সাইয়্যেদ মো. আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী’র সভাপতিত্বে মাহফিলে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখরা বয়ান করবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা ছাইয়্যেদ মো. জাহেদ ইজ্জুদ্দীন জাবিরী আল-মাদানী, হযরত মাওলানা ছাইয়্যেদ মো. মাহবুব জাবিরী, মাওলানা লুৎফর রহমান, হযরত মাওলানা সাইফুল্লাহ্ মুনির, হযরত মাওলানা আবু নছর আশরাফী, মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, মাওলানা রফিকউল্ল্যাহ্ আফসারী, মাওলানা ওবায়েদুস সোবহান মামুন সাঈদী, হযরত মাওলানা মো. ইসমাঈল, মাওলানা জাহেদ হোসেন ফারুকী, মাওলানা আব্দুল আজিজ মজুমদার ও ড. এ.কে.এম ফজলুল হক। মাহফিলে অংশ নেবেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী ও জেলা পুলিশ সুপার আ.স.ম. মাহতাব উদ্দিন।
মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সাইয়্যেদ মো. তাহের ইজ্জুদ্দীন জাবিরী আল-মাদানী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখ লাখ মুসল্লীর সমাগম ঘটবে এ মাহ্ফিলে। তাদের এবং দেশের প্রখ্যাত ও শ্রেষ্ঠ আলেমদের বরণ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি, অন্যান্য বছরের চেয়ে এ বছর লোক সমাগম বেশি হবে।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা