নোয়াখালীর বেগমগঞ্জে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে গেছে ১৭টি দোকান। রবিবার গভীর রাতে উপজেলার রাজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত পার্শ্ববর্তী দোকান ও গুদাম সমূহে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাইজদি ও চৌমুহনী ফায়ার স্টেশন থেকে দমকলের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় নগদ অর্থ ও মালামালসহ ১৭টি দোকান।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব