মেহেরপুরে জেলার হিন্দা গ্রামে আজ সকাল ১১টার দিকে ভারতীয় দুই বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, মেহেরপুর শহরের তাঁতিপাড়া এলাকার আব্দুল মজিদ (৪০) ও গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার ইমান আলীর ছেলে আক্তারুজ্জামান আক্তার (২৮)।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার