মাদারীপুরের কালকিনি উপজেলা রমজানপুর গ্রামে একই রাতে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে করে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এসময় চোর চক্ররা নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রমজানপুর এলাকার চড়পালদি গ্রামের ইউসুফ আলী হাওলাদার, মোকলেস ঘড়ামী, চড়াইকান্দি গ্রামের আলমগীর নলী ও সফি হাওলাদারের বসতঘরের সিঁদ কেটে একই সময় চুরি সংঘটিত হয়েছে। খবর পেয়ে রমজানপুর ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার