সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকায় দুই বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।
সোমবার দুপুর সোয়া একটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি।
নিহতের মধ্যে সলঙ্গার থানার দেওভোগ গ্রামের বাসিন্দা মাংস ব্যবসায়ী সিদ্দিকর (৪৮) পরিচয় পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জগামী লোকাল একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে একটি বাস দোকানের মধ্যে ঢুকে। এ সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মাংস ব্যবসায়ী সিদ্দিকসহ দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব