চাঁদার দাবিতে পাবনায় নির্মাণাধীন রেললাইনের কাজে বাধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১২ টার দিকে জেলার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা জানান, রবিউল, রেজাউল, সোহেল, রেজাসহ এলাকার চিহ্নিত কতিপয় সন্ত্রাসী বেশ কিছুদিন ধরে নির্মাণাধীন রেললাইনের ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছে। সম্প্রতি চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের মারধর করে নির্মাণ সামগ্রী ছিনিয়ে নেয় তারা। এতে নির্মাণ সামগ্রী সরবারাহ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
বিক্ষোভকারীদের মধ্যে বক্তব্য দেন সিফাত আলী বিশ্বাস, আবুল কালাম, শফিউর রহমান, মোজাম উদ্দিন প্রাং প্রমুখ। তারা অবিলম্বে চাঁদাবাজদের গ্রেফতার করে রেললাইন নির্মাণ কাজের প্রতিবন্ধকতা দূর করার আহবান জানান।
প্রসঙ্গত, গত বছর থেকে শুরু হয়েছে পাবনার ঈশ্বরদী থেকে পাবনা শহর হয়ে ঢালারচর পর্যন্ত রেল লাইনের কাজ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ