ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে স্কুল ছাত্র ইশতিয়াক আহমেদ তন্ময়কে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন- মেহেদী হাসান সাগর (২১) ও তার সহযোগী রুহান ইসলাম রিয়াদ (২০)। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নূরে আলম, কোতোয়ালী মডেল থানার এএসপি আল-আমিন, ওসি কামরুল ইসলাম, ওসি (ডিবি) ইমারত হোসেন গাজীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংবাদ সম্মেলনে এসপি জানান, সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে সাগরই ছুরিকাঘাত করে তন্ময়কে। পরে অভিযান চালিয়ে সাগর ও রিয়াদকে রবিবার রাতে উপজেলার হালুয়াঘাট থেকে গ্রেফতার করা হয়। সাগর চলতি বছর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে ও রিয়াদ একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
তিনি আরো জানান, প্রায় মাস খানেক আগে মোবাইল ফোনকে কেন্দ্র করে তন্ময়ের সাথে শিমুল ও আলামিনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত শুক্রবার দুুপুরে তন্ময়ের সাথে আলামিন ও আদনানের কথা কাটাকাটি হয়। এরপর সন্ধ্যায় নতুন বাজার এলাকায় তন্ময়কে পেয়ে বখাটে সাগর ছুরিকাঘাত করলে মমেক হাসপাতালে তার মৃত্যু হয়। এসময় সাগরের সহযোগী রুহান ইসলাম রিয়াদ ওরফে ঘুড়ি রিয়াদ (২০), ফারাবী (১৯), শিমুল (১৮), আলামিন (১৮), আদনান (১৮), বাইচ মানিক ওরফে শুভ (১৮) উপস্থিত ছিল।
এ ঘটনায় রবিবার রাতে নিহত তন্ময়ের বাবা ফরিদ আহমেদ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় আট জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রবিবার দিবাগত গভীর রাতে ডিবি পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে শহরতলীর দিঘারকান্দা বাইপাস মোড় ও বিভিন্ন স্থান থেকে ১৫ ডাকাতকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ