বগুড়ার শিবগঞ্জে সেলুন শ্রমিক মোঃ শাহীনকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকাল সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের মাদ্রাসা গেটের সামনে দুর্বৃত্তরা শাহীনকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়েছে।
বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, নিহত শাহীন বগুড়ার মহাস্থানগড় এলাকার মাদ্রাসা গেটের সামনে একটি সেলুনে শ্রমিক হিসেবে কাজ করতো। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা সোমবার বিকালে তার উপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। শাহীন মহাস্থান সেকেন্দ্রাবাদ গ্রামের জিগাতলার নিজাম উদ্দিনের পুত্র। হত্যাকান্ডের ঘটনায় তদন্ত চলছে।