বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং আরেক আরোহী আহত হয়েছে।
সোমবার বিকেল পৌঁনে ৩ টায় এই দুর্ঘটনার পর হতাহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. জাফরকে মৃত ঘোষণা করেন। অপর আহত বনি আমীনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত বনি আমীনের বাড়ি পটুয়াখালী মির্জাপুরের ভিটাখালী গ্রামে।
বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।