কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় হানিফ আলী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট জিয়ালগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ আলী ওই ইউনিয়নের মৃত শামসুদ্দিনের ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক বিপ্লবকে (২০) আটক করেছে স্থানীয়রা।
মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) আব্দুস সালাম লিটন জানান, হানিফ আলী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল আরোহী বিপ্লব তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ আলী মারা যান। এসময় স্থানীয়রা মোটরসাইকেলসহ বিপ্লবকে আটক করে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।