দিনাজপুরের কাহারোলে বজ্রপাতে মোঃ ওবাইদুর রহমান (৩১) নামে এক কৃষকের মৃত্যু। সোমবার রাত সাড়ে আটটার দিকে বাড়ীর পাশে ক্ষেত থেকে তার বজ্রপাতে ঝলসানো মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ওবাইদুর রহমান (৩১) উপজেলার রসুলপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, দুপুরে খাওয়া-দাওয়া করে ওবাইদুর রহমান নিজের ক্ষেতে কাজ করতে য়ায়। দিন শেষে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ীতে ফিরে না আসায় বাড়ীর লোকজন ওবাইদুর রহমানের খোঁজে বের হয়। সব জায়গায় খোঁজ করে না পাওয়ায় রাত সাড়ে আটটার সময় ক্ষেতে খোঁজ করা হয়। এসময় সেখানে তার ঝলসানো লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা।
তিনি আরও জানান, সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে কাহারোল উপজেলায় বৃষ্টিপাত হয়। সে সময় রসুলপুর এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। সেই বজ্রপাতে ওবাইদুর রহমানের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
কাহারোল থানার ওসি মনসুর আলী সরকার বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল