ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৪) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফেনী পৌর এলাকার বারাহীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস-এ কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। তার পরনে নীল রঙের জিন্সের প্যান্ট এবং আকাশি রঙের শার্ট ছিলো।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল