দিনাজপুর শহরের পাশে কাঞ্চন ব্রিজে ট্রাক্টর, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপরই দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত ট্রাক্টর-পিকআপ ভ্যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল