বরিশালে সড়কের পাশ থেকে সুজন (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় বরিশাল-বানারীপাড়া সড়কের পাশে বানারীপাড়ার রায়েরহাট এলাকার মীর বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুজনের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়।
জানা যায়, রাতে স্থানীয়রা রাস্তার পাশে সুজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল