নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গোলচত্বর এলাকায় আজ সকালে মালবাহী দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে তোফাজ্জল ইসলাম (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত তোফাজ্জল ইসলাম সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আফতাবনগর এলাকার খাসুম আলীর ছেলে। তিনি ভুলতা পুরান বাজার এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থেকে এমব্রয়ডারি শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। এ ঘটনায় ওই দুই ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) ফাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৯টার দিকে কাজে যাওয়ার উদ্দেশে বের হয়ে যানজটের মধ্যে ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন তোফাজ্জল। এ সময় দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার