গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আজ সকাল সাড়ে ১১টার দিকে থেকে মমিন মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মুনিরাম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মমিন মিয়া ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তাজুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার