মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মহিউদ্দিন হোসেনকে (৩৬) নিজ এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সোমবার দিবাগত রাত ৩টার দিকে গ্রেফতার করেছে র্যাব-৮। কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিউদ্দিন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতিকালে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার