হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান জানান, রাতে সিলেটগামী একটি বাস ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।
নিহত চালকের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম