হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সোমবার রাতে গাঁজা সেবনের অপরাধে ৬ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত গাঁজা সেবনকারীরা হল- উপজেলার ঘিলাতলী গ্রামের আশ্রব আলীর ছেলে বুলু মিয়া(৪৭), আ. জব্বারের ছেলে শাহজাহান মিয়া(৩৫), আ. গফুরের ছেলে ছুট্টো মিয়া(৩৮),পাশ্ববর্তী দলগাওঁ গ্রামের সালাম মিয়ার ছেলে হোসেন মিয়া(৩৮), ইমাম উদ্দিনের ছেলে আলী হোসেন(৪০) ও আলী মিয়ার ছেলে মনছুর মিয়া(৩৮)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে এএসআই জালাল উদ্দিন ও মাসুম মিয়া ঘোনাপাড়া বাজারের পশ্চিম পাশে খালেক শাহ মাজার এলাকায় গাঁজা সেবন কালে ৬ জনকে আটক করে। পরে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমানের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটক ৬ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম