ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে ১৫ জন ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
ময়মনসিংহ ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দিগরকান্দা এলাকায় সোমবার ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওইস্থানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
পরবর্তীতে জেলার বিভিন্ন এলাকা থেকে পালিয়ে থাকা আরও ছয় ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ডাকাতরা হচ্ছে- তারেক আহমেদ (২৯), রাজু (২২), রাসেল (৩২), সেতু মিয়া (২২), আল আমিন (২৫), বজলু (৩২), শামীম (২০, সাব্বির আহমেদ (২৬), সুমন মিয়া (২২), আল আমিন মিয়া (২১), মাসুম (২৫), আরিফুল ইসলাম (২২), মো. আলামিন (২৬), সজল (১৮) ও মো. সুমন (২০)।
পুলিশ তাদের কাছ থেকে ধারালো ছুরি উদ্ধার করেছে। গ্রেফতারদের অপরাহ্নে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম