'বিপন্ন মানবতার জন্য সামাজিক সুরক্ষা' বিষয়ে জেলা পর্যায়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা সামাজিক সুরক্ষা ফোরামের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফোরাম সভাপতি মাস্টার ছিদ্দিক উল্যাহ কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে আরও ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শওকত হোসেন, শেখ মোর্শেদুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা।
বক্তারা ভিজিটি ভাতা কর্মসুচির বাস্তবায়ন প্রক্রিয়ার বর্তমান অবস্থায় বিদ্যমান সমস্যা সমূহ উপস্থাপন এবং আলোচনাপূর্বক সমস্যার সমাধানে পরিকল্পনা প্রণয়ন ও ফলোআপের মাধ্যমে সেবার মান উন্নয়ন নিয়ে আলোকপাত করেন।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ