জেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় প্রভাব বিস্তারের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সতর্ক করেছে নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমনকে বিজয়ী করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে প্রভাবিত করছে।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুটের লিখিত অভিযোগের ভিত্তিতে এই দুই এমপিকে সতর্ক করেন নির্বাচন কমিশন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে দুই সাংসদকে লিখিত ও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে নির্বাচনী বিধিমালা লঙ্ঘিত হয়, এমন কিছু না করতে। এছাড়াও জেলা প্রশাসকও তাদেরকে অনুরোধ করেছেন নির্বাচনী আচরণবিধি মেনে চলতে।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/সালাহ উদ্দীন