বগুড়া জেলার বিভিন্ন স্থানে জুয়া, হাউজি, লটারী, অশ্লীল নৃত্য, মাদকের জমজমাট আসর অব্যহত থাকার প্রতিবাদে বগুড়া জেলা যুবলীগের উদ্যোগে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বগুড়া’র সাতমাথায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অবরোধ কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ, সেক্টরস কমান্ডার ফোরামের সভাপতি মাসুদুর রহমান হেলাল, যুব মহিলা লীগের সভাপতি রিক্তা খাতুন প্রমুখ।