সিরাজগঞ্জে আদালতে হাজিরা শেষে আজ দুপুরের দিকে ৪ নারী সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি'র ১৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিরাজগঞ্জ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ আদেশ দেন।
সিরাজগঞ্জ সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, আজ শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার