পার্বতীপুর-দিনাজপুর সড়কে বাসের ধাক্কায় পার্বতীপুরে শাকিবুল ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পার্বতীপুর-দিনাজপুর সড়কের মের্সাস মন্মথপুর ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত শাকিবুল পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর দালালিপাড়া গ্রামের আমিজ উদ্দীন ভাটিয়ার ছেলে।
অপরদিকে, দিনাজপুর শহরের কাঞ্চন ব্রীজে ট্রাক্টর-পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক আবু নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার