২০ হাজার টাকা চাঁদার দাবিতে ঝালকাঠি শহরের একটি চায়ের দোকানে এক ট্রাফিক পুলিশ সদস্য হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে শহরের ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ দোকানী সূত্রে জানা যায়, দুপুরে একটি মোটরসাইকেলযোগে বরিশাল থেকে ট্রাফিক পুলিশ সদস্য মো. শাহজালাল ব্র্যাক মোড়ে এসে চায়ের দোকানদার মো. মিঠু খানের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় মিঠুকে মারধর করে তার দোকানের মালামাল ফেলে দেন ট্রাফিক পুলিশ মো. শাহজালাল।
পরে স্থানীয়রা মিঠুকে রক্ষা করতে এগিয়ে আসলে তাদের উপরে চড়াও হয় ট্রফিক পুলিশ মো. শাহজালাল। এসময় স্থানীয়রা ওই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনা স্থলে গেলে বরিশালে কর্মরত অপর এক উপ-পরিদর্শক ওই পুলিশ সদস্য নিয়ে কৌশলে সটকে পরে।
অভিযুক্ত ট্রাফিক পুলিশ মো. শাহজালাল বরিশালে কর্মরত। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার লেশপ্রতাপ গ্রামে বলে জানা গেছে। এ ব্যপারে সদর থানার ওসি মো. মাহে আলম বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৬/হিমেল