পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলনে করে সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ শাহ আলম অভিযোগ করেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম এ আউয়াল আইনের কোন রকম তোয়াক্কা না করে এলাকার বিভিন্ন ইউপি চেয়ারম্যান মেম্বরদের ডেকে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের পক্ষে ভোট চাচ্ছে, যা সম্পূর্ণ নির্বাচন আচরণ বিধি লংঘন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রার্থী মহিউদ্দিন মহারাজ প্রায় প্রতিদিন তার নিজ বাড়ির এলাকায় একটি পার্কে গান-বাজনাসহ ইউপি মেম্বার চেয়ারম্যানদের ডেকে এনে ভুরিভোজ করাচ্ছেন ও উপঢৌকন দিচ্ছেন। এ ব্যাপারে তিনি জেলা রিটার্নি অফিসারসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের বিষয়ে মহিউদ্দিন মহারজ বলেন, তিনি বিদ্রোহী প্রার্থী নন, এটা নির্দলীয় নির্বাচন। মেম্বার চেয়ারম্যানদের উপকৌটন দেবার অভিযোগ অস্বীকার করে জানান, অধ্যক্ষ শাহ আলম প্রকাশ্যে ভোটারদের খামে ২০ হাজার করে টাকা দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ