সিরাজগঞ্জের এনায়েতপুরে বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে এক নারী ইউপি সদস্য বান্ধবীর স্বামীর লালসার শিকার হয়েছেন। সোমবার দিবাগত ভোর রাত ২টার দিকে উপজেলার জালালপুর ইউপির জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার মাহেলা খাতুন জালালপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য ও চেংটারচর গ্রামের সাহেব আলীর স্ত্রী। ঘটনার পর থেকেই ধর্ষক শাহআলম ও তার স্ত্রী পলাতক রয়েছেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয়রা জানান, ইউপি সদস্যা মাহেলা খাতুন গতকাল সোমবার তার বান্ধবী সাবেক ইউপি সদস্য বিলকিস খাতুনের বাড়িতে দাওয়াত খেতে যান। অনুষ্ঠান শেষে রাত বেশি হওয়ায় বান্ধবীর বাড়িতেই একটি ঘরে ঘুমিয়ে পড়েন মাহেলা। রাত ২টার দিকে বান্ধবীর স্বামী প্রবাসী শাহ আলম ঘুমন্ত মাহেলাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় মাতব্বররা দেন-দরবারের মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। পরে মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ইউপি সদস্য মাহেলা খাতুন বাদী হয়ে ধর্ষক শাহ আলম ও তার স্ত্রী বিলকিসকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ