লক্ষ্মীপুরে আগামীকাল বুধবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সরঞ্চমাদি। আজ মঙ্গলবার বিকেলে জেলা সার্ভার স্টেশন থেকে ব্যালট পেপার, সিল মোহর, কালি ও ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচন সরঞ্জমাদি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও প্রিজাইডিং অফিসাররা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে গেছেন। জেলার ১৫টি ভোট কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ তথা ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে প্রত্যেকটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ। তিনি আরও জানান, প্রত্যেকটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচনী এলাকায় র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামছুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলা উদ্দিন ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬৭ জন এবং ৫টি সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য ৮২১ জন ভোটার রয়েছে। তারা ওয়ার্ডভিত্তিক নির্ধারিত ১৫টি ভোট কেন্দ্রে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এদিকে, লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসা কেন্দ্রে (৯নং ওয়ার্ড) সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কেন্দ্রে সব প্রার্থী প্রভাবশালী হওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন ভোটাররা।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ