উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম এলাকায় মেসার্স ইসহাক ট্রেডার্স বিকস্ নামক অবৈধ ও অনিবন্ধিত ইট ভাটায় র্যাব-৭ অভিযান চালিয়ে চলিয়েছে। এসময় ইট ভাটার মালিককে সাড়ে ৪ লক্ষাধিক টাকা জরিমানা, ইট ভাটা উচ্ছেদ ও সীলগালা করে দেওয়া হয়।
কক্সবাজারস্থ র্যাব- ৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একদল র্যাব সদস্যরা মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টাব্যাপী ওই এলাকায় মোঃ ইসহাকের ইট ভাটায় অভিযান চালায়। ওই ইট ভাটায় কোন ধরণের কাগজ পত্র নেই বলে র্যাব সূত্র জানায়। ইট ভাটাটি বন বিভাগের জমিতে সামাজিক বনায়নের গাছ উজাড় করে গড়ে তোলা হয় এবং দীর্ঘদিন ধরে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের অনুমতি বিহীন ইট উৎপাদন ও বিক্রয় করে আসছিল।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মমিনুল ইসলাম। অভিযানে ইট ভাটাটিকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪/৫/৬/৮ ধারা এবং পরিবেশ সংরক্ষন আইন ৬(খ) ধারায় নগদ চার লাক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ইট ভাটাটিকে সীলগালা এবং বন বিভাগের স্থান হতে উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন ইট ভাটা অভিযানের সত্যতা স্বীকার করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল হক বলেন, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ইউনও এস এম সরওয়ার কামাল বলেন, নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে থাকা বাকী ইট ভাটাগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল