বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার দাসুন শানাকা ও দিনেশ চান্ডিমাল। দীর্ঘ সময় পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছেন তারা।
এক বছর পর আবার জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন সাবেক অধিনায়ক শানাকা। সর্বশেষ ২০২৩ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে খেলেছিলেন শানাকা।
অন্যদিকে দিনেশ চান্ডিমাল ফিরেছেন আরও দীর্ঘ বিরতির পর। ৩৫ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ধর্মশালায়।
স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার সঙ্গী হিসেবে আছেন মহীশ তিকশানা ও তরুণ স্পিনার দুনিথ ভেল্লালাগে। দলের অধিনায়কত্বে থাকছেন চরিত আসালাঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল:
চরিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জেফরি ভ্যান্ডারসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, ইশান মালিঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাথিসা পাথিরানা, চামিকা করুণারত্নে।
টি-টোয়েন্টি সিরিজ সূচি:
- ১ম ম্যাচ: ১০ জুলাই, পাল্লেকেলে
- ২য় ম্যাচ: ১৩ জুলাই, ডাম্বুলা
- ৩য় ম্যাচ: ১৬ জুলাই, কলম্বো
এর আগে, দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ জুলাই পাল্লেকেলেতে।
বিডি প্রতিদিন/মুসা