রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলা সদরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাব্বি হোসেন (২৪)। তিনি ট্রাকের হেলপার ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি নাটোর সদর উপজেলার চাঁনপুর গ্রামে, বাবার নাম আবদুল জলিল।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে পুঠিয়া উপজেলা সদরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেলপার রাব্বি। দুর্ঘটনায় ট্রাকের চালক এবং বাসের চালক ও যাত্রী মিলে মোট ১৫ জন আহন হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল