বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রবিবার নোয়াখালীতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি জেলা শহর মাইজদি পৌর বাজার থেকে শরু হয়ে নোয়াখালী প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির তিব্র নিন্দা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা যুব দলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সুধারাম থানা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা ছাত্র দলের সভাপতি নুরুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক নোমান, বিএনপি নেতা ভিপি পলাশ, ভিপি জাহাঙ্গীর আলম কালা প্রমুখ।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব