যশোরের বেনাপোল সীমান্তের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বেনাপোলের কাকমারী গ্রামের সন্তোসের ছেলে মফিজ (৪০), বেনাপোলের দক্ষিণ বারোপোতা গ্রামের মবিন উদ্দিনের ছেলে মমিন হোসেন (৩৫) ও হোসেন আলীর ছেলে হামিদ (৪১)।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল দুপুরে তাদের যশোর সিনিয়ার জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার