যশোরের বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া এলাকায় ট্রলির ধাক্কায় আব্দুল গফফার (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রবিবার রাতে নিহত গফফার বাঘারপাড়া উপজেলার পান্তাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। এ দুর্ঘটনায় কবীর হোসেন নামে অপর আরোহী আহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন কবীর হোসেন জানান, তারা দু'জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পান্তাপাড়া মোড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাতে গফফারের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার