চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পানামা পোর্ট লিংক লিমিটেড ইয়ার্ডের ভেতরে ভারতীয় এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানান, সোমবার ভোর ৪টার দিকে ভারতীয় ট্রাক চালক আতিকুল বড়া (৪৫) ডই-৪১উ-২২০১ নম্বর ট্রাকের কেবিনে শুয়ে থাকা অবস্থায় মারা যায়। মৃত আতিকুল বড়া ভারতের পশ্চিম বাংলার বর্ধমান জেলার মন্তেস্বর থানার বনপুর গ্রামের এসার বড়ার ছেলে । ওই ট্রাকের হেলপার মনজুর হোসেন মোল্লা পুলিশকে জানাান, গত রোববার রাতে সোনামসজিদের পানামা ইয়ার্ডের ভেতরে ট্রাকে চালক আতিকুল বড়া ও সে শুয়ে ছিল। ভোর ৪টার দিকে ঘুম ভাঙলে দেখা তিনি আতিকুলকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ ধারণা করছে- হৃদরোগে আক্রান্ত হয়ে আতিকুল বড়া মারা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার