ময়মনসিংহের ফুলপুরে নিষ্ঠুর মাদ্রাসা শিক্ষকের প্রহারে উমর ফারুক (১০) নামে এক ছাত্র মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রহারকারী শিক্ষক ময়মনসিংহের শম্ভুগঞ্জ নিবাসী হাফেজ হারুনুর রশিদ পলাতক রয়েছেন।
জানা যায়, গত ৪ দিন আগে উপজেলার রূপসী ইউনিয়নের বাঁশাটী গ্রামে মদীনাতুল উলূম মাদরাসায় হিফজ বিভাগের ছাত্র দুই পারার হাফেজ উমর ফারুককে সবক না দেয়ার অপরাধে বেদম প্রহার করেন শিক্ষক হাফেজ হারুনুর রশিদ। প্রহারে উমর ফারুকের বাম হাত ও কাঁধসহ শরীরের বিভিন্ন অংশে রক্ত জমে যায়। এতে সে শত ছটফট করলেও তাকে বাড়িতে পাঠানো হয়নি। এমনকি কোন চিকিৎসাও দেয়া হয়নি বলে জানায় তার মা।
সেই ক’দিনে অসহ্য জ্বালা যন্ত্রণায় ফারুক পাগলের মত হয়ে গেছে। ফারুক পার্শ্ববর্তী উপজেলা হালুয়াঘাটের নাশুল্লা কান্দাপাড়া গ্রামের মোস্তফা কামালের পুত্র। তার মা বলেন, বৃহস্পতিবার মাদ্রাসা থেকে মোবাইলে তাকে জানানো হয় যে, ফারুক পাগল হয়ে গেছে। তাকে এসে নিয়ে যান। ফারুককে আনতে গিয়ে দেখেন যে, তার শরীর বেত্রাঘাতে রক্তাক্ত ও জর্জরিত।
এমতাবস্থায় তাকে চিকিৎসার জন্য হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অস্থিরতা দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে ফারুকের বাবা বাদী হয়ে ফুলপুর থানায় মামলা দায়ের করেন।
ফুলপুর অফিসার ইন-চার্জ একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে, মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছিলাম। নিষ্ঠুর মাদ্রাসা শিক্ষক হাফেজ হারুনুর রশিদ বিকাল থেকে উধাও। তাকে খুঁজছে পুলিশ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর