রাঙামাটির বাঘাইড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আশিষ কুমার পাল (২২) নামে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের বাঘাইহাট এলাকায় ৩৩ কেবির একটি বৈদ্যুতিক তার ছিড়ে ১০বিপি পুলিশ চেকপোস্টে পড়লে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এসময় আগুন ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী বন বিভাগের চেকপোস্ট এবং জেলা পরিষদের শুল্ক ফাঁড়ি পুড়ে যায়।
ঘটনাস্থলে পুলিশের ওয়ারলেস অপারেটর কনস্টেবল আশিষ কুমার পাল গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি দিঘীনালা হাসপাতালে ভর্তি করা হলে করত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস কর্মীরা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর