মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁওয়ে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জানান, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন চঞ্চলের সাক্ষরিত এক অাবেদনপত্র থেকে জানা যায় জেলা বিএনপির যে স্থানে কর্মী সভা ডেকেছে, ইউনিয়ন আওয়ামী লীগ একই স্থানে সভা ডেকেছে। এমতাবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা প্রতীয়মান হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তার জন্য মাইকিংয়ের মাধ্যমে শুক্রবার বিকেলে সকলকে অবহিত করা হয়েছে।
বিএনপির এ কর্মী সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের উপস্থিত থাকার কথা ছিল বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৮/মাহবুব