খাগড়াছড়িতে আগুনে ১৬টি দোকান পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার মধ্যরাতে জেলা শহরের মাছ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, রাত ১২টার দিকে শহরের মাছ বাজার এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের লোকজন ঘটনাস্থলে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন