আশুলিয়ার মধুপুর থেকে রায়হান নামে এক বছরের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। ১২ লাখ টাকার বিনিময়ে শিশুকে পরিবারের কাছে দেয়া হবে বলে জানিয়েছে দুবৃত্তরা। সময়মত টাকা না দিলে শিশুটির উপর আঘাত নেমে আসবে বলে হুমকি দেয়া হয়েছে।
রায়হানের বাবা আবু তাহের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মুক্তিপণ না দিলে ছেলেকে মেডিসিন খাইয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। অপহরণকারীদের চিনতে পেরেছি। ভাড়াটিয়া গোলাপী আক্তার এ ঘটনা ঘটিয়েছে। সে মোবাইল ফোনে বলেছে, রায়হান তার (গোলাপীর) হেফাজতে আছে। তাকে পেতে হলে ১২ লাখ টাকা নিয়ে যমুনা ব্রিজের কাছে যেতে।
রায়হানের মা রুমানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপহরণকারীরা জানায়, আমরা ৩ লাখ টাকায় কিনে নিয়েছি। ১২ লাখ টাকা দিলে ফেরত দেয়া হবে। অপহরণকারীরা টাকা নিয়ে সিরাজগঞ্জ যমুনা ব্রিজের কাছে যেতে বলেছে। এরপর একাধিকবার ফোন করে এবং মেসেজ দিয়ে টাকা চেয়েছে।
মেসেজে জানায়, ছেলেকে জীবিত দেখতে চাইলে থানা পুলিশের ঝামেলা না করে টাকা দিয়ে দেন সেটাই ভালো হবে। পুলিশকে জানালে ক্ষতি হবে।
রায়হানের মা রুমানা আরও বলেন গোলাপী তার দুই ছেলে রানা ও রবিনকে নিয়ে মার্চ মাসের শেষের দিকে তাদের বাড়িতে ভাড়া আসেন। গোলাপী নওগাঁর আত্রাই থানার বাসিন্দা।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অপহরণ করে মুক্তিপণ আদায়ের বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছিলাম। এরই মধ্যে সিরাজগঞ্জের তথ্যপ্রযুক্তি ব্যবহার মাধ্যমে অভিযান চলছে। শিশু অপহরণের ঘটনায় রাতে থানায় একটি অভিযোগ হয়েছে।
সাভার সার্কেলের দায়িত্বে থাকা ও ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার বিষয়ে আমরা জানার পরই অভিযান শুরু করেছি।
পুলিশের তিনটি টিম কাজ করছে খুব কম সময়ে মধ্যে শিশুকে উদ্ধার করা হবে এবং অপহরণকারীদেরও গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৮/ফারজানা