মাগুরা শ্রীপুর উপজেলার কাবিলপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো ২ জন।
হামলায় আহত মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ইমলাল হোসেন জানান, পূর্ব বিরোধের জের ধরে শ্রীপুরের মর্তুজাপুর গ্রামের প্রতিপক্ষ পবন মল্লিক, আওয়াল হোসেন, ফেরো মোল্যার নের্তৃত্বে একটি গ্রুপ আনিসুর রহমানের উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আনিসকে বাঁচাতে ইমলাল হোসেন ও কুদ্দুস সেখানে এগিয়ে এলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালিয়ে আহত করে।
মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সামাজিক দলাদলি নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দু’টি গ্রুপে অভ্যন্তরিন কোন্দল চলছিল। কিছুদিন আগে এই কোন্দলের জের ধরে উইলিয়াম নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় আহত হয়। যা নিয়ে এই দ্বণ্দ্ব আরো চরমে পৌঁছে ও আজ এই খুনের ঘটনা ঘটে। খুনের ঘটনার পরপর এলাকায় দু’গ্রুপের সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, পুলিশ যা নিয়ন্ত্রণ করেছে। এখন পরিস্থিতি শান্ত। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/০৭ এপ্রিল, ২০১৮/মাহবুব/হিমেল