‘সঞ্চয় আপনার ও জাতির সমৃদ্ধ আনে’ এ স্লোগানে সাতক্ষীরায় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ এপ্রিল) সকালে জেলা অফিসার্স ক্লাব থেকে একটি বর্ণিল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা সঞ্চয় ব্যুরো’র সহকারি পরিচালক কাজী হাসান উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল হান্নান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা মো. আব্দুর রব ওয়ার্ছী, অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার শেখ আজিজুল হক, অবসরপ্রাপ্ত টিএন্ডটি কর্মকর্তা তৌহিদুর রহমান ডাবলু, প্রাক্তন সঞ্চয় অফিসার কাজী আবু হেলাল মো. জিন্নু রায়েন, শাহিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, সঞ্চয় প্রতিটি মানুষের জন্যই সোনালি ভবিষ্যৎ। এ চিন্তা মাথায় রেখেই প্রতিটি মানুষের উচিত লাভবান হওয়া এবং দেশকে লাভবান করা। ক্ষুদ্র সঞ্চয়ই একদিন বৃহত্তর ভূমিকা রাখবে। বিপদকে মোকাবেলা করার জন্য সঞ্চয়ের কোন বিকল্প নেই। প্রতিটি মানুষেরই সামর্থ অনুযায়ী সঞ্চয় করা উচিৎ।
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/হিমেল