বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে সাতক্ষীরায় কর্মী সভা করেছে জেলা বিএনপি।
শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের কাটিয়ায় জেলা বিএনপির সভাপতির বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা.শহীদুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, মহিলা দলের নেত্রী বিউটি আক্তার প্রমুখ।
বিএনপির দেওয়া সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহ্বান জানান সিনিয়র নেতারা। সভায় জেলা বিএনপির বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন